হোম > জাতীয়

যুদ্ধশিশুদের পিতৃপরিচয় লাগবে না, আইন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় সহযোগীদের দ্বারা নিপীড়িত নারীর সন্তানদের ‘যুদ্ধশিশু’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। বিষয়টি একটি আইনি কাঠামোর মধ্যে আনতে মন্ত্রিপরিষদে একটি প্রস্তাব পাঠাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

যুদ্ধশিশুদের বিষয়টি আইনি কাঠামোতে আনতে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত দরকার জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদে যাবে। মন্ত্রিপরিষদের মতামতের আলোকে একটি আইন প্রণয়ন অথবা প্রজ্ঞাপন জারিসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় ও নাগরিক বিভিন্ন সুবিধা ও সেবা পাওয়ার জন্য অধিকাংশ কাগজপত্রে আবেদনকারীর পিতৃপরিচয় উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। যুদ্ধশিশুদের আইনি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় ও নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা থেকে তাঁদের ছাড় দেওয়া হতে পারে। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বীরাঙ্গনাদের সন্তানের বাবার নাম নেই। এ জন্য তাঁদের সন্তানেরা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হন। বিষয়টি একটি আইনি বিধানের অন্তর্ভুক্ত করা গেলে তাঁরা যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাবেন। এর ফলে নাগরিক অধিকারের আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে তাঁদের আর পিতার নাম উল্লেখ করা দরকার হবে না।’ 

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গতকাল সোমবার এক বৈঠকে বীরাঙ্গনাদের সন্তানকে ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া তাগিদ দেয়।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর