হোম > জাতীয়

বাংলাদেশ ও ভারত মৈত্রী দিবসে ১৮ দেশের রাজধানীতে অনুষ্ঠান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের স্বীকৃতি দেওয়ার দিনটিকে মৈত্রী দিবস হিসেবে উদ্‌যাপন করতে যাচ্ছে দুই দেশ। উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশের রাজধানীতে অনুষ্ঠান করবে।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় দেশটি।  বাংলাদেশকে একই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে দ্বিতীয় স্বীকৃতি দিয়েছিল ভারত। এ জন্য ঐতিহাসিক দিনটি বাংলাদেশ ও ভারত মৈত্রী দিবস পালন করতে যাচ্ছে। আর এ জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে দুই দেশ। চলতি বছরের মার্চে এ দিনটিকে দুই দেশের মৈত্রী দিবস হিসেবে পালন করতে সিদ্ধান্ত নেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা। 

উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশের রাজধানীতে অনুষ্ঠান করবে। ঢাকা ও দিল্লির বাইরে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের রাজধানীতে বাংলাদেশ ও ভারতের দূতাবাসগুলো যৌথভাবে মৈত্রী দিবস উদযাপন করবে। এর মধ্যে কিছু দেশে ৬ ডিসেম্বর দিবসটি উদযাপন করা হলেও কিছু দেশে করোনার পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের দেওয়া বিধিনিষেধের ফলে পরে অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পুর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শহরে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী দেখানো হচ্ছে। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এর উদ্বোধন করা হয়। এ সময়ে দুই নেতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ৫০ বছরের ওপর ডাকটিকিট অবমুক্ত করেন। সেই সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারীদর সফর বিনিময়, নৌ বাহিনীর জাহাজের সফর বিনিময়, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অভিন্ন স্বার্থ, সন্মান ও বোঝাপড়ার মাধ্যমে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ও ভারত। সমৃদ্ধি ও উন্নয়নে আগামী ৫০ বছরেরও পরে দুই দেশের মানুষ ও নেতৃত্বের একত্রে কাজ করার ইচ্ছার প্রতিফলন হচ্ছে যৌথ ভাবে মৈত্রী দিবস উদযাপন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন