হোম > জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান ৩৫ প্রত্যাশীদের

প্রতিনিধি ঢাবি  

ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫–প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ এর আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সাংবাদিকদের সমন্বয়ে থাকা ৩৫ প্রত্যাশীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওবার্তা দিয়েছে শুভ।

ভিডিওবার্তায় শুভ বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সরকারের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম, পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। কিন্তু চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর না করে ৩২ বছর করা হয়েছে। পাশাপাশি একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আমরা যে দাবিতে আন্দোলন করে আসছিলাম, তার সঙ্গে সাংঘর্ষিক। সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেনি।’

শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শুভ। সাংবাদিকদের গ্রুপে আরেকটি বার্তা পাঠান ৩৫ প্রত্যাশীদের মিডিয়া সমন্বয়ক খাদিজা খাতুন মুক্তা।

মুক্তা উল্লেখ করেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ী ভাবে ৩৫ চাই। এটি দীর্ঘ ১২ বছরের আন্দোলন। বর্তমান সরকার বয়স বৃদ্ধির বিষয়টি আমলে নিয়েছে। সে জন্য সরকারকে সাধুবাদ। কিন্তু ৩২ এর প্রহসন কেন? সর্বোচ্চ ৩ বার বিসিএসের প্রহসন কেন? আমরা ছাত্র সমাজ তো ৩২ চাইনি? সর্বোচ্চ ৩ বার বিসিএস চাইনি ৷

যেখানে স্বাভাবিকভাবে ৩০ এর মধ্যে ৪/৫/৬ বার বিসিএস দিতে পারে শিক্ষার্থীরা সেখানে এত সংকোচন কেন? আমরা সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। আমরা ৩৫ এর পরিপত্র চাই। সেই সঙ্গে কমপক্ষে ৮-১০ বার বিসিএস দেওয়ার সুযোগ চাই ৷ শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন হলে কঠোর আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা রাজপথে জবাব দিবে।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল