হোম > জাতীয়

আবদুল মোমেন-ডমিনিক রাব ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স ডমিনিক রাব ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে ডমিনিক রাব বাংলাদেশ এবং দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানান। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আফগানিস্তান ইস্যুতে সমন্বিত আন্তর্জাতিক সাড়া দানের বিষয়টিতে গুরুত্ব দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। 

বৈঠকে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আবারও জানিয়েছেন ডমিনিক রাব। বিশেষ করে যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রে স্থানান্তর এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের জন্য বাংলাদেশের প্রশংসা করেন তিনি। 

বৈঠকে দুই মন্ত্রী রোহিঙ্গা নিয়েও আলোচনা করেন। বাংলাদেশে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন দিতে যুক্তরাজ্যের সহায়তার বিষয়টি আবারও নিশ্চিত করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বজায় রাখার বিষয়টিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ডমিনিক রাব। বৈঠকে দুই দেশের বাণিজ্য সংলাপের বিষয়টিকে স্বাগত জানিয়ে বাণিজ্য বাড়ানোর বিষয়ে ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। 

প্রসঙ্গত, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি সশরীরে লন্ডনে ২ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আফগানিস্তান ইস্যুতে ডমিনিক রাব মধ্যপ্রাচ্য সফরে চলে যাওয়ায় বৈঠকটি স্থগিত হয়ে যায়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল ১৯৭৪ সালে। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির