হোম > জাতীয়

ই-কমার্সের নামে প্রতারণা ঠেকাতে আইনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারে আস্থা রেখে অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছেন। সবশেষ ইভ্যালি ও ই-অরেঞ্জের ঘটনা সেটাই সামনে এনেছে। আইনজ্ঞরা বলছেন, অনলাইনে এ ধরনের প্রতারণা ঠেকাতে নতুন আইন দরকার। তবে সবার আগে দায়িত্ব নিতে হবে সরকারকে।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, প্রতারণার মামলায় সর্বোচ্চ সাত বছর আর মানিলন্ডারিং মামলায় সর্বোচ্চ ১২ বছরের সাজার বিধান রয়েছে। কেবল প্রতারণা বা মানিলন্ডারিং মামলার মাধ্যমে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব না। এর জন্য নতুন আইন করতে হবে।

খুরশিদ আলম খান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতারণা ছাড়াও ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করতে পারবেন। কিন্তু এটি অনেক দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। সরকারের উচিত দ্রুত গ্রাহকদের অর্থ ফেরতের জন্য নতুন আইন করা। কেননা রাষ্ট্র প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করতে না পারাটাও মৌলিক অধিকারের পরিপন্থী।

ব্যারিস্টার হ‌ুমায়ুন কবির পল্লব আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। গ্রাহকেরা কেবল মামলা করলেই তাদের অর্থ ফেরত পাবে না। সরকারকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া বা চুক্তি অনুযায়ী পণ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নতুন আইন করে এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দেন তিনি। 

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন