হোম > জাতীয়

‘বিনিয়োগকারীরা এখানে গ্যাস উত্তোলনে বিনিয়োগে আগ্রহী নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বছর তিনেকের মধ্যে দেশে গ্যাসের চাহিদা কমে আসবে। এই কারণে গ্যাস উত্তোলনে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন।

তিনি বলেছেন, ‘২০২৫-২৬ সালে গ্যাসের চাহিদা কমে আসবে। এই কারণে বিনিয়োগকারীরা আমাদের এখানে গ্যাস উত্তোলনে বিনিয়োগে আগ্রহী নয়। আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রোডাকশন শেয়ার কন্টাক্টে (পিএসসি) আরও আকর্ষণীয় করার চেষ্টা করছি। দেশের জ্বালানির সমস্যা সমাধানে আমরা অফ শোরে তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছি।’ 

আজ রোববার বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার’ শীর্ষক ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এক সেমিনারে সিনিয়র সচিব এসব কথা বলেন। 

এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংগঠনের নির্বাহী পরিচালক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক এবং এফইআরবির সদস্য মোল্লাহ আমজাদ হোসেন। 

এ সময় পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘পিএসসি সংশোধন কার্যক্রম শেষ পর্যায়ে আছে। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আমরা চলতি বছরের শেষ দিকে দরপত্র আহ্বান করতে পারব।’

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘আমাদের মূল সমস্যা জ্বালানি। বেশি বিদ্যুৎ কেন্দ্র করলেও আমরা জ্বালানি জোগান দিতে পারিনি। তার অন্যতম কারণ হচ্ছে আমরা নিজস্ব জ্বালানিকে অবহেলা করেছি।’

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর