হোম > জাতীয়

আগস্টে গড়ে ১১৪ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু রোগীর রেকর্ড প্রতিদিনই ভাঙ্গছে। আগস্ট মাসে দিনে গড়ে প্রায় ১১৪ জন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তেও নতুন রেকর্ড। এ সময় মৃত্যু হয়েছে আরও একজনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩১ দিনে মোট রোগী তিন হাজার ৫৩১ জন শনাক্ত হয়। অর্থাৎ জুলাইয়ে দিনে গড়ে ১১৪ জন রোগী শনাক্ত হয়েছে। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ৩১ দিনে ১১ জন।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫১ জন। এদের মধ্যে ঢাকায় ২০১ জন এবং বাইরে ৪৮ জন। এ বছরে শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আগেরদিন শনাক্ত হয়েছিল ২৩৭ জন। এদের মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং বাইরে ছিল ৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮৪ জন। আগেরদিন ছিল ৭১২ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৭৫ জন এবং বাইরে ১০৯ জন। আগেরদিন ঢাকায় ৬০১ জন এবং বাইরে ছিল ১১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ছয় হাজার ১৮১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৩৭৬ জন। ঢাকায় ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯১ জন এবং ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৪০৬ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯০ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৯৭০ জন। এ সময় মৃত্যু হয়েছে ২১ জনের।

কীটতত্ত্ববিদেরা জানান, তাদের আগেই ধারণা ছিল আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১১৪ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা মারতে হবে।

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি