হোম > জাতীয়

ব্যাটারি-মোটর খুলে চালানো যাবে প্যাডেল রিকশা-ভ্যান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: যেসব প্যাডেল রিকশা-ভ্যান ব্যাটারি ও মোটর লাগানো হয়েছিল সেগুলো ব্যাটারি ও মোটর খুলে চালানো যাবে।   

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় সড়ক মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যেসব প্যাডেল চালিত রিকশা ও ভ্যানে ব্যাটারি বা মোটর যন্ত্র লাগানো হয়েছে শুধুমাত্র সেসব রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা মোটর যন্ত্র খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। 

বিষয়টির ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু আজকের পত্রিকাকে বলেন, যেসব প্যাডেল রিকশা-ভ্যানে ব্যাটারি ও মোটর লাগানো হয়েছিল সেগুলো ব্যাটারি ও মোটর খুলে চলাচল করতে পারবে। প্যাডেল ছাড়া যেসব রিকশা-ভ্যানে ব্যাটারি ও মোটর লাগানো হয়েছে সেগুলো আর চলতে পারবে না। 

গত রোববার সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, সারা দেশে প্যাডেল চালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন সেসব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। প্যাডেল রিকশা-ভ্যান থেকে ব্যাটারি ও মোটর খোলা হলে সেগুলো সড়কে চলতে পারবে কি না, সে বিষয়ে ওই দিন কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।  

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ