হোম > জাতীয়

ফকির মিসকিন হয়ে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এটি একটি মিরাকল। ফকির মিসকিন হয়ে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে থাকার জন্যই আমরা স্বাধীন হয়েছি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের নবীনবরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাথাপিছু আয়ে এখন আমরা অনেক দেশকে পেছনে ফেলেছি। আমাদের জিডিপি এখন বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতুর কাজ শেষ হলে এটা আরও কমপক্ষে এক শতাংশ বৃদ্ধি পাবে। উন্নত দেশ গড়ার জন্য সবার ভূমিকা রাখতে হবে। ২০৪১ সালের আগেই দেশ উন্নত হবে বলে আশা রাখি।

নবীন প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মৌলিক দায়িত্বগুলো আপনাদের পালন করতে হবে। রাস্তা ও ব্রিজ নির্মাণে কাল ক্ষেপণ করা যাবে না। আপনারা পারেন দেশকে সমৃদ্ধশালী করতে। পদোন্নতির জন্য কাজ করবেন না। নিজের দায়িত্ব পালন করবেন পদোন্নতি এমনিতেই হবে। সবার প্রতি সম্মান রেখে কাজ করতে হবে। ভুলত্রুটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সহ্য করা হবে। অতিরিক্ত হলে শাস্তি হবে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান বলেন, মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে এলজিইডিতে। আপনাদের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। আপনাদের সহযোগিতায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির