হোম > জাতীয়

ফকির মিসকিন হয়ে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এটি একটি মিরাকল। ফকির মিসকিন হয়ে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে থাকার জন্যই আমরা স্বাধীন হয়েছি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের নবীনবরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাথাপিছু আয়ে এখন আমরা অনেক দেশকে পেছনে ফেলেছি। আমাদের জিডিপি এখন বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতুর কাজ শেষ হলে এটা আরও কমপক্ষে এক শতাংশ বৃদ্ধি পাবে। উন্নত দেশ গড়ার জন্য সবার ভূমিকা রাখতে হবে। ২০৪১ সালের আগেই দেশ উন্নত হবে বলে আশা রাখি।

নবীন প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মৌলিক দায়িত্বগুলো আপনাদের পালন করতে হবে। রাস্তা ও ব্রিজ নির্মাণে কাল ক্ষেপণ করা যাবে না। আপনারা পারেন দেশকে সমৃদ্ধশালী করতে। পদোন্নতির জন্য কাজ করবেন না। নিজের দায়িত্ব পালন করবেন পদোন্নতি এমনিতেই হবে। সবার প্রতি সম্মান রেখে কাজ করতে হবে। ভুলত্রুটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সহ্য করা হবে। অতিরিক্ত হলে শাস্তি হবে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান বলেন, মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে এলজিইডিতে। আপনাদের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। আপনাদের সহযোগিতায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর