হোম > জাতীয়

কাতারে আন্তর্জাতিক ভারোত্তলন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশনের (আইডব্লিউএফ) দ্বিতীয় গ্র্যান্ড প্রিক্সে গতকাল বুধবার প্রতিযোগীদের খেলা দেখলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, ভারোত্তলন প্রতিযোগিতা শেষে খেলোয়াড় ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান ছাড়াও কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানা, কাতারি ও আরব এশিয়ান ভারোত্তলন ফেডারেশনের সভাপতি নায়েফ সালেহ আল বাকরি, ইয়েমেনের যুব ও ক্রীড়ামন্ত্রী খালেদ আল এবং ইয়েমেনি অলিম্পিক কমিটির প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসের আবদুল্লাহ আল হাজরি উপস্থিত ছিলেন। 

 ২০২৪ সালের প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আইডব্লিউএফের দ্বিতীয় গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় ৩৮২ জন প্রতিযোগী অংশ নেন। সেনাবাহিনীর প্রধান ১২ ডিসেম্বর কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে কাতারে যান।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন