হোম > জাতীয়

মানুষের জীবনের প্রতি  বাংলাদেশ কর্তৃপক্ষের সম্মানবোধ নামমাত্র: অ্যামনেস্টি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইয়ামিনি মিশ্রা বলেন, ‘পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘাতে একজন নিহত ও প্রায় ৬০ জন আহত হওয়ায় প্রমাণ করে মানুষের জীবনের প্রতি বাংলাদেশ কর্তৃপক্ষের সম্মানবোধ নামেমাত্র আছে।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে মিশ্রা বলেন,  ‘ঘটনাটির মাধ্যমে এই বার্তাই পৌঁছাল, যারাই মানবাধিকারের চর্চা করতে চাইবে, তাদেরই ভয়ানক পরিণতির মুখোমুখি হতে হবে।’

বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই সভা-সমাবেশে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে উল্লেখ করে মিশ্রা বলেন, যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনা উল্লেখ করে ইয়ামিনি মিশ্রা বলেন, সরকারকে প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষার রাজনৈতিক অঙ্গীকার প্রদর্শন করতে হবে। মত প্রকাশ, সংগঠন ও সভা-সমাবেশ করার অধিকারের নিশ্চয়তা দিতে হবে।

রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার জন্যও তিনি দাবি জানান।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব