হোম > জাতীয়

দেশের প্রতিটি হাসপাতালে থাকবে আইসিইউসুবিধা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের উন্নতি হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতালে অন্তত ১০টি করে আইসিইউসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই আমরা এত বড় একটি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। করোনা সংক্রমণ প্রায় দুই মাসের বেশি সময় ধরে শনাক্তের হার ১ শতাংশের মধ্যে। করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশের জিডিপি নিচে নেমে গেছে। কিন্তু আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় প্রবৃদ্ধি ভালো ছিল।’ 

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডার্মাটোলোজির দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে ২১ কোটি টিকা কেনা হয়েছে। ইতিমধ্যে সাড়ে ১১ কোটি টিকা দেশে আসছে। সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আজ বস্তিবাসীরা টিকা পাচ্ছেন।’ 

বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি দাবির পরিপ্রেক্ষিতে চর্ম ইনস্টিটিউটের বাস্তবায়নের আশ্বাস দিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমি যদি বেঁচে থাকি এবং যথাযথ কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই এ ধরনের একটা ইনস্টিটিউট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করেছি।’ 

বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি বিভাগের সভাপতি শহিদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ। 

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন