হোম > জাতীয়

দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সময় অনুযায়ী, এখন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশীয় সংস্থাগুলো আবেদন করতে পারবে। এর আগে ২৫ নভেম্বর আবেদনের সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত কমবেশি ৪০টি সংস্থা আবেদন করে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা দেওয়া, নিরাপত্তা, ইমিগ্রেশন সুবিধাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে ইসি। 

ইসির কর্মকর্তারা জানান, এ নির্বাচন পর্যবেক্ষণে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক অংশ নিক—এমনটিই চায় নির্বাচন কমিশন। এ জন্য তাঁদের আবেদনের সময়ও বাড়িয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমিশন থেকে থেকেও ৩৪টি দেশ ও ৪টি সংস্থার ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১০০ জন এ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা প্রক্রিয়াকরণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আজ কমিশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা নিয়ে সভার আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও সিভিল অ্যাভিয়েশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ইসি।

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়