হোম > জাতীয়

দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সময় অনুযায়ী, এখন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশীয় সংস্থাগুলো আবেদন করতে পারবে। এর আগে ২৫ নভেম্বর আবেদনের সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত কমবেশি ৪০টি সংস্থা আবেদন করে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা দেওয়া, নিরাপত্তা, ইমিগ্রেশন সুবিধাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে ইসি। 

ইসির কর্মকর্তারা জানান, এ নির্বাচন পর্যবেক্ষণে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক অংশ নিক—এমনটিই চায় নির্বাচন কমিশন। এ জন্য তাঁদের আবেদনের সময়ও বাড়িয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমিশন থেকে থেকেও ৩৪টি দেশ ও ৪টি সংস্থার ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১০০ জন এ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা প্রক্রিয়াকরণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আজ কমিশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা নিয়ে সভার আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও সিভিল অ্যাভিয়েশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ইসি।

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক