হোম > জাতীয়

রোগীর স্বজনদের সুবিধার্থে মাল্টিপারপাস ভবন নির্মাণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীর স্বজনদের থাকা-খাওয়ার সুবিধার জন্য হাসপাতালসংলগ্ন এলাকায় মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হবে। এতে স্বজনদের সহজে ওষুধ প্রাপ্তিসহ নানা সুবিধা থাকবে এই ভবনে। 

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগুনসহ বিভিন্ন অগ্নিকাণ্ডে পোড়া রোগী এবং চর্ম ও যৌন রোগের চিকিৎসায় দেশের আট বিভাগে হাসপাতাল করা হচ্ছে। চিকিৎসা বিভাগে আরও তিন লাখ লোকবল নিয়োগ করা গেলে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে। 

জাহিদ মালেক বলেন, ‘সরকার সব মানুষকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রত্যেকের জন্য হেলথ কার্ড থাকবে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী সেটি পাস করে দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। হেলথ কার্ডে স্বাস্থ্যবিষয়ক সব তথ্য থাকবে। বিদেশে এমন কার্ড দেওয়া হয়। আমরাও তাদের মতো করে হেলথ কার্ড দেব।’ 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তিসহ পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে ২৩ জানুয়ারি। 

গত ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ২৭ ডিসেম্বর হাসপাতালের ১৪ বিভাগে রোগী দেখা শুরু করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকেরা। 

স্বাস্থ্যমন্ত্রী বিগত সময়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি জানান, ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায়, ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যা এবং ১০০ শয্যার কয়েকটি হাসপাতালকে ২৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হয়েছে। দেশের আট বিভাগে ক্যানসার ইনস্টিটিউট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর