হোম > জাতীয়

নতুন জননিরাপত্তাসচিব মোকাব্বির হোসেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান কৃষি মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আব্দুর রহমান বিসিএস ১৩তম ব্যাচের কর ক্যাডার। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ক্যাডার সার্ভিসে যোগ দেওয়ার পর কর প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেন তিনি। আব্দুর রহমান কর ক্যাডার হিসেবে যুগ্ম কমিশনার, বিসিএস কর একাডেমির পরিচালক ও এনবিআরের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আব্দুর রহমানের। একজন পেশাদার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আব্দুর রহমানের সমৃদ্ধ কর্মজীবন রয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে অবসরে পাঠিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর