হোম > জাতীয়

নতুন জননিরাপত্তাসচিব মোকাব্বির হোসেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান কৃষি মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আব্দুর রহমান বিসিএস ১৩তম ব্যাচের কর ক্যাডার। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ক্যাডার সার্ভিসে যোগ দেওয়ার পর কর প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেন তিনি। আব্দুর রহমান কর ক্যাডার হিসেবে যুগ্ম কমিশনার, বিসিএস কর একাডেমির পরিচালক ও এনবিআরের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আব্দুর রহমানের। একজন পেশাদার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আব্দুর রহমানের সমৃদ্ধ কর্মজীবন রয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে অবসরে পাঠিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা