হোম > জাতীয়

সিএনজি স্টেশন চালু রাখার নতুন সময় নির্ধারণ করল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজান উপলক্ষে সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সময়সীমা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ১২ মার্চ থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এর আগে সিএনজি স্টেশন বন্ধ থাকত সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ ছাড়া ৭ থেকে ১৮ এপ্রিল দিনরাত খোলা থাকবে সিএনজি স্টেশন।

আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা সব থেকে বেশি থাকে, এ কারণে এই সময়টাকে পিক আওয়ার বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে গ্যাসের স্বল্প চাপ নিরসনে গ্যাস স্টেশনগুলোর সময়সীমা নতুন করে ঠিক করা হয়েছে। গ্যাস স্টেশনগুলো ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে এখন থেকে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য আগামী ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে। এরপর ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত দেশের সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন