হোম > জাতীয়

প্রথম ধাপে শেষ হলো রোহিঙ্গা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রোহিঙ্গা জনগোষ্ঠীর টিকাদানের সাড়া দিয়ে প্রথম ধাপে শেষ হয়েছে সেখানকার ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। প্রথম ধাপে ৩০ হাজার ৬২৮ জন রোহিঙ্গা করোনার টিকা গ্রহণ করেছে। আর এর মধ্যে ব্র্যাকের উদ্যোগে আজ বুধবার  পর্যন্ত ১ হাজার ৯৫০ জন রোহিঙ্গাদের টিকা দেওয়া হয়েছে। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, জাতীয় পর্যায়ে সরকারের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে’ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ফর রোহিঙ্গা কমিউনিটি’ শিরোনামে এই ক্যাম্পেইনের আয়োজন করে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি)। গত ১০ই আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে এই টিকাদান ক্যাম্পেইনে অংশ নেয় ব্র্যাক। প্রথম ধাপের টিকা প্রদান আজ বুধবার শেষ হয়। সরকারের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ফর এফডিএমএন এর তথ্য অনুযায়ী গত ১৭ই আগস্ট, ২০২১ পর্যন্ত উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় কেন্দ্রে ৩০ হাজার ৬২৮ জন রোহিঙ্গাদের টিকা দেওয়া হয়। কক্সবাজারের উখিয়াতে অবস্থিত ক্যাম্প ১ ইস্ট, ৮ ইস্ট ও ১৩ নম্বরে ব্র্যাকের প্রশিক্ষিত নার্সগণ রোহিঙ্গাদের টিকা প্রদান করেন। 

৫৫ বছর বা তারও বেশি বয়সী রোহিঙ্গাদের টিকা দেওয়া হয়। মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নেওয়ার পর সরকারের পক্ষ থেকে যাদের ‘পরিবার পরিচিতি নম্বর’ রয়েছে তাঁদেরকে  এই টিকার আওতায় আনা হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে টিকা নিতে আসা ব্যক্তিদের এই সম্পর্কিত তথ্য ও নির্দেশনা দিয়ে সহায়তা করেন ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। 

ক্যাম্প-১৩ তে অবস্থিত ব্র্যাক প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে টিকা নিতে আসা রোহিঙ্গা নারী মাজুমা কাতুন (৯২) তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, টিকা দেওয়ার পর আপাতত কোনো  ধরনের সমস্যাবোধ করছি না। ব্র্যাকের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আমাদের এই সম্পর্কিত তথ্য, উপদেশ ও নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ব্র্যাক স্বেচ্ছাসেবকগণ আমাদের মতো বেশি বয়স্কদের বাসা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে টিকা কেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করেছেন। এতে আমি খুব খুশি। 

ব্র্যাক এইচসিএমপির এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক বলেন, সরকারের টিকাদানের কার্যক্রমকে এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ। প্রথম ধাপে এই টিকা কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর