ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়ায় তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, আপনারা জানেন, আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনসহ সবাই প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে কোথাও ১০, কোথাও ৯ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যেসব নির্বাচনী এলাকার মধ্যে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে।
মো. জাহাংগীর আলম বলেন, ঘূর্ণিঝড়ে কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা এবং রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।
এই সংখ্যা আরও বাড়তে পারে কি না, জানতে চাইলে মো. জাহাংগীর আলম বলেন, পরিস্থিতি এবং বাস্তবতার আলোকে এই সংখ্যা কমবেশি হতে পারে। আর আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরে নির্বাচনের তারিখ জানানো হবে।