হোম > জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: ১৯ উপজেলা নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়ায় তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

ইসি সচিব বলেন, আপনারা জানেন, আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনসহ সবাই প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে কোথাও ১০, কোথাও ৯ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যেসব নির্বাচনী এলাকার মধ্যে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। 

মো. জাহাংগীর আলম বলেন, ঘূর্ণিঝড়ে কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা এবং রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। 

এই সংখ্যা আরও বাড়তে পারে কি না, জানতে চাইলে মো. জাহাংগীর আলম বলেন, পরিস্থিতি এবং বাস্তবতার আলোকে এই সংখ্যা কমবেশি হতে পারে। আর আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরে নির্বাচনের তারিখ জানানো হবে।

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত