হোম > জাতীয়

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সিগারেট খেতে নিষেধ করায় চা ছুড়ে মারার কারণে দুই নারীর ওপর হামলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)। আজ রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।

একটি শো-রুমে হামলা হয়েছে দলগতভাবে ও লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এ কারণে তাদের ওপর হামলা হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।’

বিশ্বের অন্যান্য দেশে রোজায় পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে। ব্যবসায়ীরা এই সময়ে যাতে পণ্যের দাম না বাড়ান, সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।

আগে র‍্যাবের ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানোয় বাজারে পণ্যের দাম কম থাকত এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো হতো, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গত বছরের চেয়ে এবার পণ্যের দাম কিছুটা কম আছে। যখন দাম কম থাকে, তখন অভিযান চালানোর প্রয়োজন নেই।’

গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের আপত্তি জানালে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পরে সেখানে ৪০ থেকে ৫০ জনের মব সৃষ্টি হলে দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে দুই পক্ষই তাদের ‘ভুল হয়েছে’ বলে আপসনামা দেন। আর ওই দুই তরুণীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন