হোম > জাতীয়

রাজনৈতিক পরিস্থিতি জানাতে দিল্লিতে ৯০ বিদেশি দূতের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে কিন্তু দূতাবাস নেই—এমন ৯০টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঁদের অবহিত করতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

পররাষ্ট্রসচিব আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক আনুষ্ঠানিক সভায় (এফওসি–ফরেন অফিস কনসালটেশন) যোগ দিতে মাসুদ বিন মোমেন আগামীকাল বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন। 

ভারতের সঙ্গে এফওসির পাশাপাশি ৯০ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকটির আয়োজন করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। 

জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ উপায়ে করতে সরকারের অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির নানা দিক বিদেশি কূটনীতিকদের অবহিত করবেন বলে জানান মাসুদ বিন মোমেন। 

ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষকদের আসা নিয়ে সেই দেশগুলোর কূটনীতিকদের অনেক প্রশ্ন থাকতে পারে, সে বিষয়ে তাঁদের অবহিত করা হবে বলে জানান তিনি। 

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে ৯০ দেশের রাষ্ট্রদূতদের অবহিত করে তাঁদের সমর্থন চাওয়া হবে বলে জানান পররাষ্ট্রসচিব। 

ভারতের সঙ্গে এফওসিতে রাজনৈতিক, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, অভিন্ন নদী, কনস্যুলার, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় আসবে বলেও তিনি জানান।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর