হোম > জাতীয়

৩৮৯ যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়ে গেল বিমানের প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে গেছে। আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে রওনা হন হজযাত্রীরা। 

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছ। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলামসহ খাত সংশ্লিষ্টরা। 

বিমান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর ৫০ শতাংশ হিসাবে ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। প্রি-হজে বিমান ১১৬টি ফ্লাইট পরিচালনা করবে এবং পোস্ট হজে ১২৫টি ফ্লাইট পরিচালিত হবে। 

বিমানের প্রি-হজের সময়সূচি ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত এবং পোস্ট হজের সময়সূচি ২০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে।

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে—ফেসবুকে প্রেস সচিব

সহিংসতার ধারাবাহিকতায় নাগরিক অধিকার ও নিরাপত্তা চরম ঝুঁকিতে: আসক

হাদির জানাজা আগামীকাল জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

হাদির শহীদি মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা জুলাইয়ের চেতনার পরিপন্থী: সংস্কৃতি উপদেষ্টা