আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার কার্টুন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্টুর জমা দেওয়া যাবে।
আগ্রহী কিশোর ও তরুণদের কাছ থেকে মৌলিক ও সৃজনশীল কার্টুন আহ্বান করছে টিআইবি। ক (১৩-১৮ বছর) ও খ (১৯-২৫ বছর) দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় ‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে করোনা অতিমারির প্রভাব’। এতে প্রতিযোগীর দৃষ্টিতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে করোনার প্রভাবসহ দুর্নীতির চিত্র ও প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।
প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্টুন অবশ্যই টিআইবি কার্যালয়ে পৌঁছাতে হবে।
কার্টুন পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মাইডাস সেন্টার (লেভেল-৪), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন। ০১৭৫৫৫৪৮৪২১ নম্বরেও (ছুটির দিন ছাড়া সকাল ৯টা-৫টা) যোগাযোগ করা যাবে।