হোম > জাতীয়

চট্টগ্রাম–কুনমিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, কমবে চিকিৎসা খরচ

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশি রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে চীনের পূর্বাঞ্চলীয় শহর কুনমিংয়ে চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। আজ শনিবার কর্মকর্তারা এ তথ্য জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, চীন বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত করেছে। কিন্তু আকাশপথে টিকিটের উচ্চমূল্য চীনা শহরটিতে ভ্রমণের প্রধান বাধা হয়ে রয়েছে।

কর্মকর্তারা জানান, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি ফ্লাইট ভ্রমণের খরচ ও সময় কমিয়ে আনবে। এতে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারবেন।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের কয়েকটি ফ্লোর বিশেষভাবে প্রস্তুত করেছে।

রাষ্ট্রদূত বলেন, ‘চিকিৎসার ফি তুলনামূলকভাবে কম। একজন বাংলাদেশি রোগী স্থানীয় চীনা নাগরিকদের মতোই ফি দেবেন।’

কুনমিংয়ে যাতায়াত দ্রুত করার জন্য ঢাকা থেকে কুনমিংয়ের মধ্যে ফ্লাইটের টিকিটের খরচ কমানোর জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পদক্ষেপ নিয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশি নাগরিকদের জন্য দেশের আরও স্বাস্থ্যসুবিধা উন্মুক্ত করবে।

আগামী এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের একটি বড় দল কুনমিংয়ে চিকিৎসার সুবিধাগুলো সরেজমিনে দেখার জন্য পাঠানো হবে।

গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তাঁরা সেখানকার হাসপাতালের মানের উচ্চ প্রশংসা করেছেন। তবে কয়েকজন ভ্রমণের খরচ নিয়ে অভিযোগ করেছেন।

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব