হোম > জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: পিআইডি

রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে, তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি শেষে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান আছে ৪৮-এর ১ অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। পরিবর্তিত সংশোধিত ও সংস্কারের বিষয়টি আমরা পরবর্তীকালে আলোচনা করব।’

তিনি বলেন, ‘আমাদের আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে হচ্ছে। প্রত্যেকেই মতামত দিচ্ছে। আজকে আমরা সবাই একমত হয়েছি রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি রয়েছে, তা পরিবর্তন হওয়া দরকার।’

প্রধানমন্ত্রী মেয়াদকাল নিয়ে আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদকালে দুই মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দল বলেছে একই ব্যক্তি দুবার আবার প্রধানমন্ত্রী রাখার বিষয়টি বিবেচনা করার কথা বলেছে। অন্যান্য আরও কিছু প্রস্তাবও এসেছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখব এবং আগামী রোববার সাড়ে ১০টায় আবার আলোচনা শুরু করব। আমরা আশা করব, এ সপ্তাহে যে সকল বিষয় অমীমাংসিত রয়ে গেছে সেগুলো প্রথমে আলোচনা করব।’

দ্বিকক্ষ আইনসভা নিয়ে সবাই একমত হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। ১০০ সদস্যবিশিষ্ট হওয়ার ক্ষেত্রেও একমত হয়েছে। তার মানে এই নয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও সংশ্লিষ্ট বিষয় রয়েছে যেগুলো ঐকমত্য হলে পরে জানানো হবে।’

অনেক বিষয় নিয়ে একমত হচ্ছে, যেগুলো একমত হবে না তার ভবিষ্যৎ কী হবে এমন প্রশ্ন তিনি বলেন, ‘আমরা আশাবাদী অনেকগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। সব বিষয়ে আমরা একমত হতে পারব না, সেটা আগেও বলেছি। তারপরও যেগুলো উল্লেখযোগ্য বিষয়ক একমত হতে পারব না, সেগুলো আমরা ইতিবাচকভাবে তুলে ধরব। আমরা আশা করব, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা একমত হতে পারব।’

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন