হোম > জাতীয়

বিরোধী দলগুলো স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে কি না পুলিশের কাছে জিজ্ঞাসা ইইউর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। 

আজ সোমবার ইইউ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তাঁরা জানতে চেয়েছেন, বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না। বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি এই বিষয়টি জানিয়েছেন। 

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানের নেতৃত্বে সাত সদস্যের পুলিশ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। 

বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি জানান, ইইউ প্রতিনিধিদল নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়েই মূলত কথা বলেছে। নির্বাচন সুষ্ঠু হতে পুলিশের ভূমিকা কী রকম হবে তা জানতে চেয়েছে। এ ছাড়া বিরোধী দলেগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না, তা নিয়েও তাদের আগ্রহ ছিল। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. মনজুর রহমান বলেন, ইইউ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে এসেছিল। তাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। মূলত নির্বাচন সামনে রেখে তাঁরা যে আসা-যাওয়া করবেন, তাঁদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তায় আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না বলে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর