হোম > জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁর কন্যা: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাঙালি জাতির নেতা নন; তিনি সারা বিশ্বের একজন অবিসংবাদিত মহান নেতা। একটি জাতিকে শোষণ ও নির্যাতন থেকে মুক্তি দিয়ে স্বাধীন দেশ হিসেবে উপহার দেন আজকের বাংলাদেশ। তবে তিনি যে স্বপ্নের ‘সোনার বাংলা’ নির্মাণে বিভোর থাকতেন দুর্ভাগ্যক্রমে সেই কাজ শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তাঁরই কন্যা শেখ হাসিনা।

শনিবার ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা’ বিষয়ে ঢাকা ওয়াসা আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাল্যকালেই রাজনীতিতে অংশ নিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালিদের সোচ্চার ও সচেতন করে একটি স্বাধীন দেশ উপহার দেন। তাঁর কয়েক বছরের সরকার একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন শুরু করলেও দুর্ভাগ্যক্রমে বাঙালি জাতি তাঁকে অল্প সময়ের মধ্যে হারিয়েছে। 

বঙ্গবন্ধুর স্বপ্ন ও বিশ্বাস নিয়ে কোন সন্দেহ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর ভাবনা ছিল একক। সেই ভাবনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। দেশের পোশাক শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে অন্যান্য শিল্পেরও উন্নতি হচ্ছে। এ ছাড়া অন্যান্য খাতেও বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘ঢাকা ওয়াসা’ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম সেবা প্রতিষ্ঠান। ঢাকা ওয়াসা সব সময় নাগরিকদের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছি কীভাবে চলতে হয়, কীভাবে মানুষের সেবা করতে হয়। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেটিই হলো আজকের ডিজিটাল বাংলাদেশ। 

এ সময় অনুষ্ঠানে উচ্চ আদালতের বিচারপতি মো. রেজাউল হাসান বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে বলেন, রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য তিনি ৫ বছর সময় পেলেও অর্থনৈতিক মুক্তির জন্য মাত্র ২ বছর সময় পেয়েছিলেন। তাঁর পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল একটি দূরদর্শী চিন্তা। বর্তমান সরকার মেগা প্রকল্পগুলোর মাধ্যমে দেশকে একটি উন্নত পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সুদর্শন দীপাল সুরেশ সেনেভিরাতনে, নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রা উপস্থিত ছিলেন। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির