হোম > জাতীয়

ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গে দেশে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে দেশে প্রথমবার একজনের মৃত্যু হয়েছে। তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। এ ছাড়া আরও একজনের মৃদু উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ হওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দেলোয়ার বলেন, গত তিন দিন আগে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি কালো ছত্রাকের উপসর্গ বহন করছিলেন। পরে তিনি মারা যান। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনও বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে বারডেম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শরিফুল আলম জিলানি আজকের পত্রিকাকে জানিয়েছেন, আমরা আরও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। হয়তো আরও পাওয়া যাবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কালো ছত্রাক শনাক্তে আজ বারডেমে আইইডিসিআরের একটি দল আসার কথা রয়েছে। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করবে।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল