হোম > জাতীয়

ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গে দেশে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে দেশে প্রথমবার একজনের মৃত্যু হয়েছে। তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। এ ছাড়া আরও একজনের মৃদু উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ হওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দেলোয়ার বলেন, গত তিন দিন আগে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি কালো ছত্রাকের উপসর্গ বহন করছিলেন। পরে তিনি মারা যান। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনও বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে বারডেম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শরিফুল আলম জিলানি আজকের পত্রিকাকে জানিয়েছেন, আমরা আরও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। হয়তো আরও পাওয়া যাবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কালো ছত্রাক শনাক্তে আজ বারডেমে আইইডিসিআরের একটি দল আসার কথা রয়েছে। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করবে।

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি