হোম > জাতীয়

ফাঁকা বাসায় স্বর্ণালংকার-টাকা না রেখে যাওয়ার অনুরোধ আইজিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছাড়লে ফাঁকা বাসায় মূলবান সামগ্রী না রেখে যাওয়ার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, বাড়িতে যাওয়ার সময় অনেকে ফাঁকা বাসায় স্বর্ণালংকার ও টাকা পয়সা রেখে যান। সেটা আবার কাজের লোকদেরও বলে যান, সেটা করা যাবে না। সম্ভব হলে নগদ টাকা পয়সাসহ মূল্যবান সবকিছু নিজে নিয়ে যাবেন। না হয় নিকট আত্মীয়স্বজনের কাছে রেখে যাবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে আসন্ন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে ঢাকাবাসীর উদ্দেশ এ অনুরোধ করেন পুলিশ প্রধান।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিবছর রমজান ঈদকে কেন্দ্র করে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। পুলিশের সকল ইউনিট সেই নিরাপত্তায় অংশ নেয়। যা শুরু হয় রমজানের শুরু থেকেই। এবারও ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষের ঈদযাত্রা, শহরের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঈদ জামাতের নিরাপত্তাসহ নানা বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও ফাঁকা বাসায় মূল্যবান কিছু রাখবেন না।

আইজিপি বলেন, ‘মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি জেলা পুলিশসহ অন্যান্য পুলিশের ইউনিট কাজ করছে। বেপরোয়া গাড়ি চালালে পুলিশ ব্যবস্থা নেবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত থাকবে তারাও ব্যবস্থা নেবেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান।’

পুলিশ প্রধান বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোল রুম করে নিরাপত্তা জোরদার চলছে। যাত্রী সাধারণ যেন দ্রুত সময়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সে জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

যাত্রীদের অনুরোধ জানিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আপনারা ভ্রমণকালে অপরিচিত কোনো মানুষের দেওয়া কিছু খাবেন না। এগুলো খেলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা থাকতে পারে।’

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর