হোম > জাতীয়

নির্বাচন জয়ের শুভেচ্ছায় শেখ হাসিনাকে চীনা নৌকা উপহার

‘সফলভাবে’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। আজ সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানান। এ সময় তিনি শেখ হাসিনাকে একটি চীনা নৌকার রেপ্লিকা উপহার দেন।

চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। বিজ্ঞপ্তি অনুসারে, আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ সময় তিনি শেখ হাসিনার হাতে চীনা ঐতিহ্যের একটি নৌকা তুলে দেন। চীনা দূতাবাসের ওয়েবসাইটে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নৌকা তুলে দিচ্ছেন এমন একটি ছবি প্রকাশ করেছে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত জানান, চীন ও বাংলাদেশ উভয় দেশই উন্নয়ন ও পুনরুজ্জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপে আছে এবং বাংলাদেশের আধুনিকায়নের পথে চীন সব সময়ই সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নির্ভরশীল বন্ধু হিসেবে পাশে থাকবে। 

তিনি আরও জানান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চীন ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উইন-উইন সহযোগিতার এক নতুন মডেল স্থাপন করেছে। 

ইয়াও ওয়েন আরও বলেন, চীন সব সময়ই জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করবে এবং বিদেশি হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করবে। চীন বাংলাদেশকে ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে। এ ছাড়া ‘রূপকল্প-২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতেও প্রতিশ্রুতিবদ্ধ চীন।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর