হোম > জাতীয়

দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ইসির প্রত্যাশার চেয়ে কিছুটা কম: সচিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘অনেক জায়গাতেই আকাশ মেঘাচ্ছন্ন, সকাল বেলায় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, চরাঞ্চলে ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, সে কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করেছি তার চেয়ে হয়তো কিছুটা কম হয়েছে।’ 

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

সচিব বলেন, দুপুর ১২টা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে একেকটি অঞ্চলে একেকটি জেলার তথ্য দেওয়ার হার একেক রকম। ফলে গড়ে কত পার্সেন্ট ভোট পড়েছে, তা আসলে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না হলেও আমরা প্রাপ্ত তথ্য অ্যানালাইসিস করে দেখেছি, গড়ে অঞ্চল ভিত্তিক ১৫ থেকে ২০ পার্সেন্ট হারে ভোট কাস্ট হয়েছে। 

সচিব বলেন, বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে গোণ্ডগোল হওয়ায় সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ছাড়া কোথাও কোনো ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। 

এ ছাড়া বগুড়া জেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানে সহায়তা করার দায়ে একজন প্রিসাইডিং অফিসারকেও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছেন। আর দু-একটি জায়গাতে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মর্মে আমরা জেনেছি। কিন্তু সেটি উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। 

গজারিয়ায় পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। বিষয়টি নজরে আনলে সচিব বলেন, ‘আমরা আপনাদের তথ্য দিতে পারছি, ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যেরটা। এর বাইরে যে ঘটনাটি ঘটেছে, সেটি আসলে আমাদের কাছে রিপোর্টিং হয় না। আমরা সেটি নেইও না। 

এই ভোট পড়ার হার নিয়ে কি আপনারা সন্তুষ্ট— জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘মাত্র ১২টা পর্যন্ত তথ্য এসেছে। ভোট গ্রহণ চারটা পর্যন্ত চলবে। বাংলাদেশে যে ভোট প্রদানের রেশিওটা আমরা সব সময় দেখি, দুপুর ২টা থেকে ৪টার পরই ভোট পড়ার হারটা বেড়ে যায়। কারণ তারা মাঠে কাজ করে ভোট দিতে বিকেলের দিকে আসেন। ৫টার দিকে আমরা মোটামুটি একটি চিত্র বলতে পারব।’ 

ইভিএমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যতটুকু ভয়ে ছিলাম, যে ইভিএম ভালোভাবে কাজ করবে কি না। কিন্তু আল্লাহর রহমতে ইভিএম নিয়ে কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়