হোম > জাতীয়

সচিবালয়ের সামনে অনশনে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অনশনরত অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে পুনর্বহালের দাবিতে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই) আমরণ অনশন শুরু করেছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সচিবালয়ের সামনে তাঁরা এই অনশন শুরু করেন। এর আগে তাঁরা সকাল থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে আমরণ অনশন শুরু করেছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইয়েরা। রাত ১১টা পর্যন্ত প্রায় ২০-২৫ জন এসআইকে অনশনরত অবস্থায় দেখা গেছে।

এর আগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইয়েরা জানিয়েছেন, পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের চলমান প্রশিক্ষণ থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে তাঁরা কর্মসূচি পালন করেছেন। ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৩২১ জন সাব-ইন্সপেক্টর শান্তিপূর্ণ অবস্থান করেন। তাঁদের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রসচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। তবে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় গত রোববার সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই সুবীর রায় রাত ১১টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না পেয়ে আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে সচিবালয়ের সামনে অবস্থান করছি। সন্ধ্যা ৬টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমরা প্রতিনিধি হিসেবে কথা বলি। কিন্তু কোনো আশ্বাস না পেয়ে আমাদের অনশন অব্যাহত আছে।’

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই মনির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘চাকরিতে পুনর্বহালের দাবি মেনে না নিলে আমাদের অনশন চলবে।’

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি