হোম > জাতীয়

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাবাহিনীর প্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে কাতার গেলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ওই দেশের উদ্দেশে তিনি আজ মঙ্গলবার ঢাকা ছাড়েন।

আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানা গেছে, শফিউদ্দিন আহমেদ কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে গেছেন।

আইএসপিআর জানায়, সফরের সময় সেনাবাহিনীর প্রধান ১৩-১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় হতে যাওয়া ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩ ’-এর সমাপনী অনুষ্ঠানে থাকবেন। কাতার গ্র্যান্ড প্রিক্সে শফিউদ্দিন আহমেদের উপস্থিতি প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। এ ছাড়া তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করবেন।

সফরে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে ও দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে বলে জানায় আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, শফিউদ্দিন আহমেদ দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফর শেষে ১৫ ডিসেম্বর কাতার থেকে বাংলাদেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন