হোম > জাতীয়

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাবাহিনীর প্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে কাতার গেলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ওই দেশের উদ্দেশে তিনি আজ মঙ্গলবার ঢাকা ছাড়েন।

আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানা গেছে, শফিউদ্দিন আহমেদ কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে গেছেন।

আইএসপিআর জানায়, সফরের সময় সেনাবাহিনীর প্রধান ১৩-১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় হতে যাওয়া ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩ ’-এর সমাপনী অনুষ্ঠানে থাকবেন। কাতার গ্র্যান্ড প্রিক্সে শফিউদ্দিন আহমেদের উপস্থিতি প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। এ ছাড়া তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করবেন।

সফরে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে ও দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে বলে জানায় আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, শফিউদ্দিন আহমেদ দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফর শেষে ১৫ ডিসেম্বর কাতার থেকে বাংলাদেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির