হোম > জাতীয়

বিধিনিষেধ শিথিল করে যেকোনো সময় প্রজ্ঞাপন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির ঈদ কেন্দ্র করে করোনা মহামারির মধ্যে চলমান বিধিনিষেধ শিথিল করে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। আজ সোমবার সন্ধ্যায় বা মঙ্গলবার সকালে এই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে কী কী বিধিনিষেধ শিথিল রাখা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানো, স্বল্প পরিসরে গণপরিবহন চালু এবং ঈদের আগে কয়েক দিন দোকানপাট খোলার অনুমতি দেওয়া হতে পারে। তবে মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আগের মতোই আরোপ থাকবে বলে জানান তিনি।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধ শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোয় লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এরপরও সংক্রমণ না কমায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগে দোকানপাট খোলা নিয়ে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। ফলে আমরা সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি। প্রজ্ঞাপনে যে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেভাবে চলব।’

হেলাল উদ্দিন জানান, অনেক দোকানমালিকই ঈদে আর দোকান খুলতে চাচ্ছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, দোকান খুললেই কর্মচারীদের ঈদ বোনাস দিতে হবে, বকেয়া দোকান ভাড়াও পরিশোধ করতে হবে।

তবে ঈদের সময় নৌযান চালু রাখতে সরকারের কাছে আবেদন করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন। এই সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘গত ঈদে মানুষের ঘরে ফেরা কোনোভাবেই আটকাতে পারেনি সরকার। তাই সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে, সে জন্য আমরা লঞ্চ চালুর দাবি জানিয়েছি।’

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’