হোম > জাতীয়

কারামুক্তির পরদিন মার্কিন দূতাবাসে অধিকারের আদিলুর-এলান 

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় দণ্ডিত মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছেন। আজ সোমবার তাঁরা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে কুশল বিনিময় করেন।

যুক্তরাষ্ট্রের ঢাকা অ্যাম্বাসির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে তাঁদের সঙ্গে কুশল বিনিময়ের ছবি পোস্ট করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘যখন কোনো প্রাণবন্ত নাগরিক সমাজ এগিয়ে যায় এবং সুরক্ষিত থাকে, তখন সরকার আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে। আমাদের নাগরিক সমাজের বিজয়ীদের স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা আপনাদের (নাগরিক সমাজ) প্রচেষ্টাকে সালাম জানাই!’

পোস্টে জুড়ে দেওয়া ছবির ওপর আরও লেখা হয়েছে, ‘আমরা নাগরিক সমাজকে ভালোবাসি।’

এদিকে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অভিযানের সময় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মামলায় গত ১৪ সেপ্টেম্বর তাঁদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এ মামলায় ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরে ১০ অক্টোবর এ দণ্ডাদেশের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ স্থগিত করে তাঁদের জামিন মঞ্জুর করা হয় বলে ওই দিন জানিয়েছিলেন তাঁদের আইনজীবীদের একজন রুহুল আমিন।

এরপর গতকাল রোববার বিকেলে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যার পর তাঁরা কারাগার থেকে জামিনে ছাড়া পান। গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এক মাস কারাগারে ছিলেন এ দুই অধিকারকর্মী।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে