জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানোয় শীর্ষে বাংলাদেশ। এবার বাংলাদেশে সেনা বাহিনীর সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মাইন প্রতিরোধী ও চোরাগোপ্তা হামলা থেকে সুরক্ষার জন্য ৩১টি ম্যাক্সপ্রো এমআরএপি গাড়ি এবং তিনটি ধাতুনির্মিত শার্ক বোট হস্তান্তর করেছে।
বাংলাদেশের অত্যাধুনিক সরঞ্জাম থাকা জরুরি উল্লেখ করে সামরিক প্রস্তুতির লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এসব সরঞ্জাম দিয়েছে। এই এমআরএপি গাড়িগুলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিস্ফোরক যন্ত্র (আইইডি) থেকে সুরক্ষা দিতে সক্ষম। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর নদী তীরের ব্যাটালিয়নের জন্য ব্যবহৃত হবে বোটগুলো।
এটি বাংলাদেশ সেনাবাহিনীর ক্রয়কৃত মোট ৫০টি এমআরএপি গাড়ি ও ৭টি মেটাল শার্ক বোটের প্রথম চালান। এই চালানের মূল্যমান ২৯ মিলিয়ন ডলারেরও বেশি। যার ১৩ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে।