হোম > জাতীয়

দিল্লিতে বসে শেখ হাসিনার বিবৃতি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ছাত্র–জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে গেছেন। কিন্তু তিনি সেখানে অবস্থান করে যে বিবৃতি দিচ্ছেন, তা দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়। 

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার এ বিষয়টি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানিয়েছেন। 

প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা বিষয়টি উল্লেখ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বিষয়টি স্বীকার করেন। 

উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ঘটনাবলি অতিরঞ্জিত করে প্রচার করা হয়। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন। তাঁর যেসব বক্তব্য আসছে, তা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়। 

উপদেষ্টা মনে করেন, হাইকমিশনার বিষয়টি তাঁর দেশের সরকারকে জানাবেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়। 

তবে শেখ হাসিনার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যান হাইকমিশনার। শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। 

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে জনকেন্দ্রিক সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এ ছাড়া সীমান্ত হত্যা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা ও তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের ওপর জোর দেন তিনি। 

বাংলাদেশে সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ধর্মীয়, জাতিগত ও গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সহিংসতা সহ্য করা হবে না।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর