হোম > জাতীয়

চলতি মাসে ডেঙ্গু রোগী হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। চলতি মাসে ডেঙ্গু রোগী হাজাল ছাড়ল। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৫ জন। আগেরদিন ছিল ৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৪ দিনে এক হাজার ৫৭ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাইতে গড়ে দৈনিক ৪৪ জনের বেশি রোগী ভর্তি হন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ৫৯ জন এবং বাইরে ৬ জন। আগেরদিন মোট শনাক্ত ছিল ৬৭ জন। এদের মধ্যে ঢাকায় ৬৩ জন এবং বাইরে ছিল ৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯৯ জন। আগেরদিন ছিল ৩১৯ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩৫ জন এবং বাইরে ৬৫। আগেরদিন ভর্তি ছিল ২৬১ জন এবং বাইরে ছিল ৫৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার ২৪ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন দুই হাজার ১৪৬ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় এক হাজার ৮৩৭ জন এবং বাইরে ৩০৯ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে এক হাজার ৮৪১ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৫৯৯ জন এবং বাইরে ২৪২ জন। মোট মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে চলতি মাসে পাঁচজন ও গত মাসে ছিল একজন। 

কীটতত্ত্ববিদদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে। 

জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের ছাদের রডে ঝুলে থাকার সময় ৬টি গুলি করে পুলিশ, তরুণের সাক্ষ্য

গৃহকর্মীরা পাবেন শ্রমিকের মর্যাদা, শ্রম অধ্যাদেশ সংশোধন

পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

হাসিনা-কামালের সর্বোচ্চ সাজা না হলে আবু সাঈদরা আবার মারা যাবে: অ্যাটর্নি জেনারেল

চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধীদের থালাবাটি নিয়ে ভুখা মিছিল

শেখ হাসিনা ও কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন নির্ধারণ ১৩ নভেম্বর

জুলাই সনদ: বাস্তবায়ন আদেশের ভিত্তি হবে গণ-অভ্যুত্থান

নির্বাচনের প্রস্তুতি: দলগুলোর দাবির চাপে সরকার

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় সম্ভব কি না—আরও যেসব বিষয়ে যুক্তি দিলেন আইনজীবী