হোম > জাতীয়

আরপিও সংশোধন: ‘অস্পষ্টতা’ দূর করতে অংশীজনদের নিয়ে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধি আদেশ (আরপিও) নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এর অস্পষ্টতা দূর করতে নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ২০ জুলাই মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

জানা যায়, মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য ২০ থেকে ২৫ জনকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। সম্প্রতি আরপিওর সংশোধনী বিল ২০২৩ জাতীয় সংসদে পাস হয়ে আইন হয়েছে। আরপিও নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্য অংশীজনদের মধ্যে আলোচনা-সমালোচনা হচ্ছে। এসব আলোচনা-সমালোচনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে আরপিও নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে; যা দূরীভূত করা প্রয়োজন। এ জন্য সুশীল সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

আমন্ত্রণপত্রে আরও জানানো হয়, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সুশীল সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরই অংশ হিসেবে সুশীল সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ২০ জুলাই বেলা ১১টায় নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

৪ জুলাই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩ সংসদে পাস হয়।

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দুপুর ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

নির্বাচনে কখনো হারেননি খালেদা জিয়া, লড়েছেন মোট ২৩ আসনে

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টাদের বৈঠক, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা