হোম > জাতীয়

দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। তাবলিগ জামাতের মধ্যে বিবদমান দুই পক্ষের মধ্যকার বিরোধের নিষ্পত্তি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে ২০ থেকে ২২ জানুয়ারি।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন পুলিশ কমিশনার, গাজীপুর জেলা পুলিশের এসপি এবং তাবলিগের মুরব্বিরা উপস্থিত ছিলেন। 

বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, এই ইজতেমায়ও বিদেশি অতিথিরা আসবেন এবং আয়োজকদের ছোট পরিসরে ইজতেমা আয়োজনের জন্য বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাবলিগ জামাতের মতবিরোধ চলছিল, এখনো আছে। গতবার দুইভাবে করা হয়েছিল। দুই পক্ষের সঙ্গেই আমরা বসেছি। কে আগে পরে করবেন জানান। কিন্তু তাঁরা একমত হতে পারেন নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতবারের মতো এবারও সেভাবে হবে। দুই পক্ষই সম্মত হয়েছে। দুইবারে হবে। প্রথম পক্ষ করবে ১৩-১৫ জানুয়ারি। সাদপন্থীরা ২০-২২ জানুয়ারি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রথম পক্ষ শেষ করার পর সবকিছু বুঝিয়ে দেবে। তারপর দ্বিতীয় পক্ষ আসবে।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির