হোম > জাতীয়

সাবেক কর্মচারীর বিরুদ্ধে কানাডায় বাংলাদেশ হাইকমিশনারকে হেনস্তার অভিযোগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমানকে এক পিকনিকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে মিশনেরই এক সাবেক কর্মচারীর বিরুদ্ধে। গত ১৭ জুলাই রাজধানী অটোয়ায় একটি পার্কে এ ঘটনা ঘটেছে বলে ঢাকা ও অটোয়ার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালি (বাকাওভ) আয়োজিত পিকনিকে অপ্রীতিকর এ ঘটনাটি ঘটে। হাইকমিশন এ বিষয়ে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অটোয়া পুলিশ অভিযুক্ত সাবেক কর্মচারী ইউসুফ হারুনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

পিকনিক চলাকালে ইউসুফ হারুন তাঁর বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ার জন্য হাইকমিশনারকে দোষারোপ করেন। নিজের বাবা-মা মৃত্যুপথযাত্রী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, হাইকমিশনার তাঁর (হারুনের) পাসপোর্ট আটকে রাখায় তিনি দেশে যেতে পারছেন না। এ অভিযোগ করতে করতে তিনি হাইকমিশনারকে শারীরিকভাবে হেনস্তা করেন। পিকনিকের আয়োজকেরা পুলিশ ডেকে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন। 

হাইকমিশনার পাসপোর্ট আটকে রেখেছেন কি না, জানতে চাইলে হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ইউসুফ হারুন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মচারী ছিলেন। প্রায় এক দশক আগে তাঁকে অটোয়ায় বদলি করা হয়। আর্থিক অনিয়মের অভিযোগে ২০১৫ সালে তাঁকে ঢাকায় মন্ত্রণালয়ে তলব ও বদলি করা হয়। কিন্তু তিনি দেশে ফিরে না গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চান। সে সময় তিনি কানাডা কর্তৃপক্ষের কাছে তাঁর পাসপোর্ট হস্তান্তর করেন। একপর্যায়ে বাংলাদেশ সরকার চাকরিবিধি অনুযায়ী দেশে ফেরার নির্দেশ না মানায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০১৯ সালে তিনি তদানীন্তন হাইকমিশনার মিজানুর রহমানের সময় বাংলাদেশের পাসপোর্টের জন্য মিশনে আবেদন করেন। মিশন তাঁর পাসপোর্টের বিষয়টি বিবেচনার জন্য ঢাকায় পাঠায়। ঢাকা থেকে এ বিষয়ে কোনো জবাব আসেনি বলে মিশনের এক কর্মকর্তা দাবি করেন।

বাকাওভ সভাপতি শাহ বাহাউদ্দীন শিশির বলেছেন, বিদেশে এ ধরনের কর্মকাণ্ড নিন্দনীয়। 

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী