হোম > জাতীয়

২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান। 

শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’ 

সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে। 

তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে। 

হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’ 

এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। 

হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে। 

সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে। 

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বিভাগ বেড়ে ৯টি

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র