হোম > জাতীয়

২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার রোমানিয়া থেকে ঢাকা পৌঁছাবে এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া ২৮ বাংলাদেশি নাবিক। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর তাঁরা রোমানিয়া থেকে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান। 

শিকদার বদিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (মঙ্গলবার) রাতেই তারা রওনা হবেন।’ 

সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২২ ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টা ৪৫শে রওনা হবেন নাবিকেরা। এরপর আগামীকাল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাদের ঢাকা অবতরণের কথা রয়েছে। 

তবে মিসাইল হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বাংলাদেশি নাবিক ও জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের লাশ দেশে ফেরানো এখনই সম্ভব হচ্ছে না। হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে। 

হাদিসুরের লাশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘মিসাইল হামলায় হাদিসুর রহমানের মৃতদেহ খণ্ড বিখন্ড হয়েছে। তাঁর মৃতদেহের অংশ বিশেষ একত্র করে তা সংরক্ষণ করা হয়েছে। এ লাশটি দেশে ফেরানো প্রায় অসম্ভব। একে তো ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ফ্রিজিং গাড়ি পাওয়া এখন অসম্ভব। আর একবার যেহেতু তাঁর মৃতদেহ সেখানে রেখে আসা হয়েছে। ফলে সেটি ফেরত আনার সম্ভাবনা খুবই কম।’ 

এর আগে ইউক্রেনে মিসাইল হামলার কারণে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত করা হয়েছে। চিঠিতে বাংলার সমৃদ্ধিতে হামলার ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। 

হামলায় জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেন বন্দর থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরটিতে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুতে রাখা রয়েছে। ফলে জাহাজটিকে পরিত্যক্ত করতে হয়েছে। 

সূত্র জানায়, বাংলাদেশ এ জাহাজের ক্ষতিপূরণ পাবে। কোথাও যুদ্ধ শুরু হলে নাবিকদের যদি জাহাজ ছেড়ে দিতে হয়, তবে তা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এ জাহাজটি যেহেতু পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে, ফলে এর বিমার অর্থ পাওয়া যাবে। 

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১