হোম > জাতীয়

বাংলাদেশ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদল 

বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই সফর চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য অংশীদারের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করবে। এই সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার বিষয়গুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর বোঝাপড়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই সফর কোনো তদন্ত নয় বরং এটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘন তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার দিকে মনোনিবেশ করবে। অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফরের আয়োজন করা হয়েছে। একবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক তথ্যানুসন্ধানী দল পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের প্রশংসা করে তাদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সবার জন্য মানবাধিকারের বিষয়টি নিশ্চিতের দিকটি নিয়ে কাজ করে।

এই সফরের সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দলটি গণমাধ্যমকে কোনো ধরনে সাক্ষাৎকার দেবে না বা তাদের সঙ্গে কথাও বলবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা