হোম > জাতীয়

বাংলাদেশ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদল 

বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই সফর চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য অংশীদারের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করবে। এই সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার বিষয়গুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর বোঝাপড়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই সফর কোনো তদন্ত নয় বরং এটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘন তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার দিকে মনোনিবেশ করবে। অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফরের আয়োজন করা হয়েছে। একবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক তথ্যানুসন্ধানী দল পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের প্রশংসা করে তাদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সবার জন্য মানবাধিকারের বিষয়টি নিশ্চিতের দিকটি নিয়ে কাজ করে।

এই সফরের সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দলটি গণমাধ্যমকে কোনো ধরনে সাক্ষাৎকার দেবে না বা তাদের সঙ্গে কথাও বলবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার