হোম > জাতীয়

বাংলাদেশ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধিদল 

বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই সফর চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য অংশীদারের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করবে। এই সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার বিষয়গুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোর বোঝাপড়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই সফর কোনো তদন্ত নয় বরং এটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘন তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার দিকে মনোনিবেশ করবে। অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফরের আয়োজন করা হয়েছে। একবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক তথ্যানুসন্ধানী দল পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের প্রশংসা করে তাদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সবার জন্য মানবাধিকারের বিষয়টি নিশ্চিতের দিকটি নিয়ে কাজ করে।

এই সফরের সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দলটি গণমাধ্যমকে কোনো ধরনে সাক্ষাৎকার দেবে না বা তাদের সঙ্গে কথাও বলবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ