প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে গণতন্ত্র, সাম্য ও মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২১ মার্চ দেওয়া এ চিঠিটি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে পাঠান। আজ সোমবার বাইডেনের চিঠির বিষয়ে সাংবাদিকদের জানায় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস।
চিঠিতে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া এবং মহামারিকালে বাংলাদেশের বৈশ্বিক অবদানের জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠির শেষে বাইডেন লিখেছেন, ‘এই ঐতিহাসিক দিবস উদ্যাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই, জয় বাংলা।’