হোম > জাতীয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ: আ.লীগ নেতা জাহাঙ্গীর আটক

বেতাগী ও আমতলী (বরগুনা) প্রতিনিধি

পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ার পর বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বরগুনা পৌর শহর থেকে তাকে আটক করা হয় বলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান।

এর আগে ১২ আগস্ট সোমবার শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবীরের ফোনালাপের কিছু অংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, সোমবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ হয়। সেখানে চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়; ১৫ আগস্টের কর্মসূচি পালনের নির্দেশনা দেন শেখ হাসিনা। ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁরা এখন পুলিশের হাতে আটকের ভয়ে আছেন। 

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের ধারণা, এ কারণেই পুলিশ তাঁকে আটক করেছে।’

তিন মিনিটের ফোনালাপের একপর্যায়ে জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’ 

তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমি ঘাবড়াব কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মী বাহিনী হাসপাতালে চিকিৎসা করতে গেছে, তাদের টেনে এনে ঝুলায় গুলি করে মারে। এমন বীভৎস ঘটনা কে দেখছে।...এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এটা তাদের মনে রাখা উচিত।...এত উন্নতি হয়েছে, এটা যেন নষ্ট না হয় তা বিবেচনা করা উচিত। এটা তো তারাই ব্যবহার করবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনারা যেভাবে আছেন থাকেন। ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন।’

বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাঁকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে ষড়যন্ত্র ও একটি প্রতিবিপ্লবের পাঁয়তারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তবে এটা কেবলই আমার ধারণা।’

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা