হোম > জাতীয়

হাইকমিশনে গিয়ে মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতীয় হাইকমিশনে মনমোহন সিংয়ের জন্য খোলা শোক বইয়ে স্মৃতিচারণ করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত ভারতের প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও মনমোহন সিংয়ের জন্য শোকবার্তা লেখেন।

ভারত দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করে সাত দিনের শোক পালন করছে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বারিধারায় অবস্থিত হাইকমিশনে বেলা ১১.৩০টায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে কাটানো স্মৃতিচারণ করেন।

মনমোহন সিংয়ের সঙ্গে নিজের বন্ধুত্বের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, ‘তিনি কত সরল ছিলেন! কত প্রজ্ঞাবান ছিলেন!’ তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত করতে বড় ভূমিকা পালন করেছেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন