হোম > জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। 

বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়েই সপ্তাহে দুই দিন ছুটি থাকে। সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই যেন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’ 

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ রাখার কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবেন।’ 

আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি এ বছর থেকেই কার্যকরের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান। 

এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিকেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্র ও শনিবার এ দুই দিন বন্ধ থাকবে। আর চলমান বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।’

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন