হোম > জাতীয়

৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগের সবার বিদেশ সফর বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে সবার বিদেশ সফল বাতিলের নির্দেশ দিয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনতে চাই, যেখানে মূলত হবে মিতব্যয়িতা। আমরা সময়, মেধা এবং অর্থের অপচয় রোধ করতে চাই। এ কারণে আমি সচিব মহোদয়কে অনুরোধ করব, আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে কোনো কর্মকর্তা কর্মচারী বিদেশ সফরে যাবে না।’ 

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়াতে হবে ৷ রেমিট্যান্স বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে হবে ৷ এর মধ্যে প্রথম পদক্ষেপ যেটা আমার হাতের মধ্যে আছে, আগামী ছয় মাস আমি যাব না বিদেশে, সচিব যাবে না বিদেশে। আইসিটি ডিভিশনের কেউ বিদেশ সফরে যাবে না। কোনো টেইনিংয়ে না, কোনো শিক্ষা সফরে না। আমরা আগামী ছয় মাসের জন্য সম্পূর্ণভাবে বিদেশ সফর বন্ধ করে দিলাম।’ 

এ সময় প্রতিমন্ত্রী সরকারের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, আরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিকে যাতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে সময় ক্ষেপণ না হয়, অপরদিকে যেন কোনো সিন্ডিকেট বা বলয় তৈরি না হয় সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে। এটা কোনোভাবেই আমরা টলারেট করব না।’ 

মত বিনিময় সভায় আইসিটি বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই