হোম > জাতীয়

৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগের সবার বিদেশ সফর বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে সবার বিদেশ সফল বাতিলের নির্দেশ দিয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনতে চাই, যেখানে মূলত হবে মিতব্যয়িতা। আমরা সময়, মেধা এবং অর্থের অপচয় রোধ করতে চাই। এ কারণে আমি সচিব মহোদয়কে অনুরোধ করব, আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে কোনো কর্মকর্তা কর্মচারী বিদেশ সফরে যাবে না।’ 

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘আমাদের এক্সপোর্ট আর্নিং বাড়াতে হবে ৷ রেমিট্যান্স বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে হবে ৷ এর মধ্যে প্রথম পদক্ষেপ যেটা আমার হাতের মধ্যে আছে, আগামী ছয় মাস আমি যাব না বিদেশে, সচিব যাবে না বিদেশে। আইসিটি ডিভিশনের কেউ বিদেশ সফরে যাবে না। কোনো টেইনিংয়ে না, কোনো শিক্ষা সফরে না। আমরা আগামী ছয় মাসের জন্য সম্পূর্ণভাবে বিদেশ সফর বন্ধ করে দিলাম।’ 

এ সময় প্রতিমন্ত্রী সরকারের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, আরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিকে যাতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে সময় ক্ষেপণ না হয়, অপরদিকে যেন কোনো সিন্ডিকেট বা বলয় তৈরি না হয় সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে। এটা কোনোভাবেই আমরা টলারেট করব না।’ 

মত বিনিময় সভায় আইসিটি বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন