হোম > জাতীয়

১ জুলাই থেকে রাজস্ব আদায়ে চালু হচ্ছে ই-পেমেন্ট

প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম: রাজস্ব আদায়ে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে চালু হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা। আগামী ১ জুলাই থেকে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে এই ই–পেমেন্ট ব্যবস্থা একযোগে চালু হবে। আপাতত ২ লাখ টাকার বেশি রাজস্ব ও শুল্ক ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।

গতকাল মঙ্গলবার সদস্যদের কাছে এ সম্পর্কিত একটি চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। চিঠিতে প্রতিষ্ঠানটির সদস্যদের এ বিষয়ে প্রস্তুত গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আমদানি ও রপ্তানিকারকদের পণ্য খালাস ত্বরান্বিত করার লক্ষ্যে অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা ওয়ার্ল্ডের মাধ্যমে এই ই–পেমেন্ট পদ্ধতি চালু করা হচ্ছে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্যমে যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ই-পেমেন্ট করা যাবে। আমদানি–রপ্তানি কার্যক্রমে গতি আনতে আগামী ১ জুলাই থেকে এই ই–পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই পদ্ধতিকে স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রাম কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্ট তাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন বলেন, ‘ই-পেমেন্ট চালু হলে শুল্ক পরিশোধ অনেক সহজ হবে এবং সময় বাঁচবে। এতে পণ্য খালাস প্রক্রিয়া ত্বরান্বিত হবে মনে হচ্ছে।’

প্রথম পর্যায়ে আগামী ১ জুলাই থেকে ২ লাখ টাকার বেশি পণ্যের রাজস্ব বা শুল্ক ই–পেমেন্টের মাধ্যমে পরিশোধে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে সব ক্ষেত্রেই ই-পেমেন্ট চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। এ নিয়মে রাজস্ব পরিশোধের ক্ষেত্রে অবশ্যই কাস্টমস অফিস কোড, বিল অব এন্ট্রির (বি/ই) বছর, বি/ই নম্বরর, সিঅ্যান্ডএফ এজেন্টের আইঅ্যান্ড নম্বর, অ্যাসেসমেন্ট ডিউটি (দশমিকের পরের) সংখ্যাসহ সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের মোবাইল নম্বর আরটিজিএস ফরমে পূরণ করে রাজস্ব পরিশোধ করতে হবে। রাজস্ব পরিশোধের পর আরটিজিএস ফরমে লেখা মোবাইল নম্বরে কনফারমেশন আসার পর বন্দরে গিয়ে পণ্য চালান ডেলিভারি দেওয়া যাবে। যদি কোনো কারণে রাজস্ব পরিশোধ সম্পন্ন না হয়, তাহলে মোবাইলে ‘এরর’ ম্যাসেজ আসবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে customs.gov.bd ওয়েবসাইট থেকে।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী