হোম > জাতীয়

বিদেশি কূটনীতিকেরা সীমালঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি কূটনীতিকদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, সতর্ক করার পরও বারবার তাঁরা এমনটি করলে তা সীমালঙ্ঘন হিসেবে ধরে নেওয়া হবে। এর জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির নির্বাচন কমিশন ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের নির্বাচনী ভাবনা জানতে চেয়েছেন—সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্ন করলে শাহরিয়ার আলম বলে, ‘ছয় মাস আগে ঢাকার মিশনগুলোর উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরও যদি কোনো রাষ্ট্রদূত আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, সরকার তা কূটনীতিকদের জন্য নির্ধারিত সীমালঙ্ঘন বলে মনে করবে। সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ চেয়ে দেশটির রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন, সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ওই ছয় কংগ্রেসম্যানকে বাংলাদেশের পরিস্থিতি জানাতে সরকারের তরফ থেকে যোগাযোগ করা হবে।’

অতীতেও এমন চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ছয় কংগ্রেসম্যানের চিঠিতে পরিবেশিত তথ্যে অতিরঞ্জন, অসংগতি ও ফাঁক আছে।’

নির্বাচন ঘনিয়ে এলে এমন চিঠি আরও পাওয়া যেতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, কংগ্রেসম্যান স্কট পেরি, ব্যারি মুর, ওয়ারেন ডেভিডসন, বব গুড, টিম বার্চেট ও কিথ সেলফ গত ২৫ মে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশের বিষয়ে চিঠি দেন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ