মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমিয়ে সম প্রকৃতির মন্ত্রণালয়–বিভাগকে পাঁচটি গুচ্ছে বিভক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করেছে।
মন্ত্রণালয়গুলোকে যুক্তিসংগতভাবে কমিয়ে কমিশন ২৫টি মন্ত্রণালয় ও ৪০টি বিভাগে পুনর্বিন্যাস করার সুপারিশ করেছে।
এ ছাড়া সব মন্ত্রণালয়কে সমপ্রকৃতির পাঁচটি গুচ্ছে বিভক্ত করার সুপারিশ করে কমিশন বলেছে, বিধিবদ্ধ প্রশাসন; অর্থ, শিল্প ও বাণিজ্য, ভৌত অবকাঠামো ও যোগাযোগ; কৃষি ও পরিবেশ; মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন-মন্ত্রণালয়গুলোকে এ পাঁচটি গুচ্ছে বিভক্ত করা যেতে পারে।